ছুটির খবরে উঠেছো মেতে
এখন ছুটি কোথায় ?
মন ডুবে যায় কর্ম সাগরে
ওড়ে অবকাশ মাথায় l


কলির সাথে রেণুর মিলন
এখনো হয়নি কাননে l
মেঘেরা ক্লান্ত ভ্রমনে ভ্রান্ত
রাহ গুমরাহ গগনে l


পালতোলা নাও তুমি যদি নাও
কর অবজ্ঞা ঝড়কে l
হাল ছেড়ে দিয়ে ভাটিয়ালি গাও
নৌকা ডুববে পলকে l


পর্ণ কুটির পুড়ে গেছে আজ
প্রাসাদ গড়ার স্বপ্নে l
ছুটি নেই আজ ছুটেছে কর্মী
লড়াই গোপনে মননে l


জন অরন্যে বরেণ্য হয়েছে
অযথা আগাছা শতেক l
উপড়াতে হবে এখনই স্বমূলে
জটিলতা ব্যথা অনেক l


চোখের জলে আজ গেছে মিশে
ছলনা ভরা যন্ত্রণা l
বাছতেই হবে হটাত্ আদরে
নষ্ট প্লাবনের মন্ত্রণা l


বিশ্রামে আজ লাগাও বিরাম
বহু কাজ আছে বাকি l
মুক্তি ভুলেই মুক্ত মনে
তাই আজ ভাই ডাকি l