যোগীর সাথে যোগেই হিসাব
স্বার্থে বিয়োগ থাক l
গুনির প্রেমে গুন করে যাও
ভোগীর থেকে যাক l


সব সরল মনে সরলতা
সুস্থ মৌলিক রেখো l
জটিল ভাবকে জলেই ফেলে
প্রাণে যৌগিক থেকো l


মানির কথায় মান বসিও
জ্ঞানের একক নিয়ে l
দুর্জন দেখে বন্ধনী লাগাও
বিভাজন কে দিয়ে l


শ্বাসের নামতা নিয়মে ভরা
অন্ধ ভুলেই ভয় !
সম্পর্ক সুত্র সমীকরণের
সঠিক বোধে জয় l


জীবন অঙ্ক বড়ই অদ্ভুত
যে যেভাবে কষবে l
ভাব গুলোকে ভালোবাসো ভাই
অনুভব হাসবে l