হৃদয়ের মাঝে যত ভাব আছে
কবিতাই যদি হতো !
পৃথিবীর সীমা ছাড়িয়ে কবেই
চাঁদের আঁচল ছুঁতো !!


কত কি ভেবেছি ভাবের খেয়ালে
নিশীদিন মনে মনে !
কিভাবে সাজাবে অভাবী স্বভাব
আঁধার ঘরের কোণে !!


বোঝা ভরা প্রাণ ফিরে ফিরে চায়
না বলা কি করে বলে !
আমার সাথেই আমার কথারা
গভীরে নীরবে জ্বলে !!


কত গান ছিল প্রেমের সেতারে
না হাসা হাসির সুরে !
সময়ের স্রোত উদাস বাউল
গাইছে যাবার পরে !!


আর স্বপ্ন বাগে ফোটাবে না ফুল
অশ্রু ধারার বৃষ্টি !
বুকের আকাশে লোহিত বাদল
হবে রক্তবীজ সৃষ্টি !!


অনির্বাণ শান্তারা