পাখির ডানায় মুক্তি লুকায়
অন্ধ আলোতে দেখি !
প্রকৃত শিক্ষা সীমানার মানা
আসলে শুদ্ধ মেকি !!

বুকের গভীরে কান্নার মেলা
বাইরে খুশির বান !
আসলে জীবন জটিল তবু  
মাথা টানতেই কান !!

তুমি বলেছো শুনেছে সবাই
জানতো অনেক আগে !
এখনো তবুও অজানা পথে
কাঁটার আঘাত লাগে !!

হৃদয় নিলাম ভরা বাজারে
চেতনা চাইছে ফাঁসি !
ভালোবাসা আজো বাঁধা গেলো না
কিসের জয়ের হাসি !!

চলো একবার নতুন করে
আবার ভাবনা করি !
সবই আছে তবু কিছু নেই
অযথা বেঁচেই মরি !!

অনির্বাণ শান্তারা