সুখকে আড়ালে রেখে, পরেছো-
   দুঃখের আভূষণ !
সুদে-আসলে সবই বাড়ে, সঙ্গে -
   চলবে আজীবন !!

****************

তোর কারণে ঘর বেঁধেছি
সোহাগ শিশিরে ধুই !
বুকের গভীরে শত যন্ত্রনা
খুঁজেই পেলিনা তুই !!

********************

বহুরুপে ভরা রূপের বাহার
ক্ষনে বদলায় ছবি !
আমার সাথেই যুদ্ধ আমার
অন্ধ আমিত্বের দাবি !!

********************

তোমার কারণে জীবন দিলে
হবেই জীবন ধন্য !
যদি, মতান্তরের হয় অপরাধ
তুমিই বলবে বন্য !!

********************

আয়না আসলে আমাকেই দেখায়
আমিই দেখি আমাকে !
আমার হৃদয় আমিই খুঁজেছি
শুধু দেখা যায় জামাকে !!

অনির্বান শান্তারা