মনের মাঝেই ভাবের মেলা
কলম দিয়েই কঠিন খেলা !
চোখের জলেই সাগর হবে  
কবিতা হলেই সোহাগ পাবে !


তাইতো কষ্টে কলম ধরা
শব্দে ছন্দে আদর করা !
যত অনুভব আল্পনা হয়ে
চিরকাল কথা যাবেই কয়ে !


কাজল চোখের কত ইতিহাস  
তবুও আঁধারে জাগে উপহাস !
সামনে যে কথা বলাই শক্ত
কাব্যে সাজলে সমাজ ভক্ত !


যন্ত্রণা ব্যথা তাড়ালে হাসে
রক্তের দাগ মনের পাশে !
কালের বুকে চির কোলাহল
কলম আঁকে ঠিক ফলাফল !


আওয়াজ ছাড়া বুকে চিৎকার
বোবা বিবেক তোলে ধিৎকার !
নিরীহ কলম নীরবে জ্বলে  
সময় সমাজ পাপীকে জ্বালে !