হাতের থেকে হাত হারালে
হাতড়ে মরা-ই সার !
হাহাকারের হতাশ হাওয়া
হৃদয় মানে হার !!

মনের মাঝে মন মিললেই
মন-মনে মাতোহারা !
মুগ্ধ মোহো'র মায়াবী মায়ায়
মুখরাও মধু মারা !!

আজও অন্তর অচেনা অজানা
আপোষ অনুরাগের !
আত্মায় আঁকি আল্পনা আজও
আশারা অনুভবের !!

পুড়বেই প্রাণ প্রণয় প্রধনে
পারিজাত পাবে না !
প্রকৃতি প্রেমীরা পৃথিবীর পথ
পেরোতেই পারে না !!

তমসা তন্দ্রা তাড়িয়ে তাকাবে
তুমিই তোমার ত্রাতা !
তালহারা তাল তলিয়ে তখন
তুমূল তুফান যা-তা !!

সনাতন সুর স্বভাবে সাধলে
স্বরূপে সাধু সাজবে !
সংসারী সুধা সোনালী সোহাগে
স্বপ্ন সুখেতে সাজাবে !!

অনির্বান শান্তারা