তোমাকে সাজতে হবে না
শুধু কপালে একটা টিপ দিও,
তোমাকে সাজতে হবে না
শুধু চুলে বেনী করো
আর তাতে একটা ঘাসফুল জড়িয়ো,
তোমাকে সাজতে হবে না
শুধু গায়ে সুগন্ধি মেখো।
তোমাকে চোঁখে কাজল মাখতে হবে না,
কাজল ছাড়াই তোমাকে কাজলনয়না দেখায়।
তোমাকে লাল, নীল, গোলাপী লিপস্টিক মাখতে হবে না
লিপস্টিক আমি পছন্দ করি না
তুমি ঠোটে লিপজেল দিয়ো।
তোমাকে জবড়জঙ পোশাক পরতে হবে না
মানুষের কাছে আবেদনময়ী সাজতে হবে না
শুধু নব্বইয়ের দশকের একটা নারী উপহার দিয়ো তাতেই হবে।
তোমাকে উঁচু হিল পরতে হবে না
তোমাকে স্লিপারেই ভালো মানায়,
তোমাকে ডিজিটাল হতে হবে না
শুধু নিজেকে নিজের মধ্যে ধারণ করো
দেখবে তোমাকে সাধারণের মধ্যে অতি সাধারণ
আর সুন্দরের মধ্যে অনিন্দ্য সুন্দর লাগবে।
আমি একটা অতি সাধারণ তুমি চাই।।