আকাশে আজ মেঘ জমেনি
চাঁদ ওঠেনি রাতে।
চাঁদ ওঠেনি ফুল ফোটেনি  
কদম তলায় লোক জোটেনি।
তোমার কাছেও পাইনি রসদ
কবিতা লিখব যাতে।


এখন তো আর  বসন্ত নয়
ডাকবে কোকিল সুরে।
এখন সময় অশান্ত হায়,
জীবন বুঝি হসন্ত হয়!
কবিতা লেখার সময় কোথায়,
ঘুরছি রুটির তরে।


এখনো শরৎ আসতে দেরি
হৃদয় জুড়ে গ্রীষ্ম।
হিমের পরশ আসতে দেরি,
আমলকী বন কাঁপতে দেরি।
মালতী আর চায় না কাব্য
তাই হয়েছি নিঃস্ব।