ভাবনার বাহক যেমন ভাষা
        ভাবের অনুবাদকও...


কিছু ফাঁক-ফোকর যা নিজের অজান্তে তৈরি হয়
ভাবনা আর কলমের মাঝখানে; ইচ্ছে হয় ভরে দিতে...
নিগেটিভ থেকে সাদা কালো-ছবির জন্য যেমন আলোকগ্রাফার  
কাজ করে দিনরাত অন্ধকারে ; আমিও খুঁজি
কখনও হাজির হই বাহির দরজায়;
              ভাবনাও যে মুক্তি পেতে মরিয়া...  

ভীষণ রকম ভাবি- পারতাম যদি সযত্ন এ্যালবামে রাখা
সেইসব ছবির দিনগুলোকে ফিরে আনতে- কবিতায়;
পারতাম যদি জীবন-প্রভাতে ধরা ছবিকে
         পুনরায় রঙীন করে নিতে  
                 কোন দুরন্ত এ্যাপ্‌ দিয়ে  


অনুবাদকের গণ্ডী পেরিয়ে কখন শুরু হয়
                      কবিতার আন্তর্জালি-যাত্রা...


(রচনাকালঃ ১৭-০২-২০১৯।)





.