যে সকল বস্তুর বিজ্ঞানে বেঁচে ওঠে সরলার কার্তুজ ---
গন্ধক সীমানায় মাস্তুল , ভূমিহীন সংজ্ঞায় প্রাঞ্জল ;


হিসাবের গড়মিল সিন্ধুকে 'আচ্ছারা' - বলবান তৈল ---
মুগ্ধতা -  ছুরি-কাঁচি-প্ল্যাস্টিক , সাগরের বিনিময়ে শৈল ;


আঁধারের বাষ্পকে বোঝালে গান্ধারী ছুঁতে চান চুম্বক---  
সংবাদ শিরোনামে নদীমুখ , সরলার দায়ভার নেবে না ;


এরপর ভূমিধ্বস সময়ে বাঁচবার আয়োজনে - চূর্ণ ---
কাঁকনের চারদোলা রক্তে , কলসিতে ফুসফুস পূর্ণ ;


বৈশাখী আগুনের সন্ত্রাস, লোমকূপে - শকুনের ফাগুনে ---
সরলার হাঁসজারু নির্মোক , গল্পের গাছে গরু চড়বে ;


সন্ততি জাফরানে অঞ্চল , বঞ্চনা লালিমার অনুনয় ---
মরামাস সিঞ্চিত কুঞ্জে , বুলবুল পালকের সঞ্চয় ;


অঞ্জন গিরিখাতে সরলা, যান্ত্রিক গোলযোগে বুদ্বুদ ---
আইনের ত্রিযামায় প্রশ্বাস , কপাটিকা-দেশলাইয়ে 'ঘুম নেই' ;


মরীচিকা আস্বাদে নন্দন, কুমোরের চোখে ঠুলি - ক্লান্ত ---
আমরণ অভিযানে চিন্ময় , কম্পাসে সরলা -  দিকভ্রান্ত।।