ভাবনা আমার তোমায় ঘিরে, স্বপ্ন দেখি তোমায় নিয়ে, জেগে উঠি তোমায় ভেবে,বিনিদ্র রজনীতে কাটাই কত প্রহর;পড়ে থাকি বিছানায়, বালিশ নিয়ে করি এপাশ-ওপাশ--- সেও তোমায় ভেবে ভেবে...


ইচ্ছে হয়, নোলক হয়ে ঝুলে থাকি তোমার নাসারন্ধ্রের ঠিক অগ্রভাগে, শুষে নেই আমার কমল-কামিনীর শরীরের সমস্ত ঘ্রাণ!! আর তোমার শ্বাস-প্রশ্বাসের হাওয়ার তালে তালে দুলতে থাকি আজীবন...


ইচ্ছে হয়, লাল কুমকুম হয়ে চুমে যাই তোমার নির্লোম গৈরিক কপাল, তোমায় নিহিত রমণীয়া স্নিগ্ধা যৌবনে ভরপুর কুসুম কামিনী রূপকে করে তুলি আরো মনোরম...


ইচ্ছে হয়, কোমরবিছা হয়ে তোমায় ঘিরে ধরি চারিপাশে, আর পৌছে দেই আমার শরীরের উষ্ণতা তোমার রোমে রোমে --- মরাকাষ্ঠের ঘষাঘষিতে যেমন জ্বলে ওঠে আগুন, তোমার অঙ্গ ছোঁয়ায় জ্বলুক তেমনি আগুন, আর পোড়ায়ে  খাক করুক আমার কামানার দেহ...


ইচ্ছে হয়, আরো অনেক  অ-নে-ক কিছু, কিন্তু পারি না তা কবিতায় লিখতে, আমার গায়ে তুমি তো ভদ্রতার প্রলেপ এঁকে দিয়েছো! তাইতো আমি এক নিশ্বাসে মনে মনে বলে ফেললুম ইচ্ছেগুলি, শুনতে পেয়েছো নিশ্চয়ই...


ইচ্ছে হলে, পূরণ করো আমার সব ড্যাস্ ড্যাস্
ইচ্ছাগুলি...


©অনুপম