ঘোর অমানিশা;
কালোমেঘে ঢেকে আছে
পূর্নিমার আকাশ,
বজ্রের হুংকারে ক্ষনপ্রভাব খেলা,
বাদল - ধারায় ভিজে যায়
শরতের বাতাস।
তবুও ছুটছি পথহারা পথে
আঁধারকে সাথি করে
কোন এক রাতে।
সকল ঘর তালা সাড়া শব্দ নাই
মানুষের বসতিতে মানুষের দেখা নাই।
কোথাও নাই আলোক  রেখা,
কিংবা পিদিম কোনখানে
তীর্থযাত্রী  আমি পথের মধ্যখানে
গগন বির্দীন করা ক্ষনপ্রভাব রেখা
পথের দিশায় দেয় পথের  ধোকা।
শরৎ আকাশের পূর্ন শশীর রাত্রির
শ্যামল মায়ার প্রজারি-
আমি তীর্থযাত্রী
চলছি রাতের আঁধারে রাতের পর রাত
দেখা পেতে পূর্ন জোছনার!!!!!