বোধের রাজ্য
আনোয়ার হোসেন বাদল
---------------------------


হাড় কাঁপানো শীতের এই নিশুতি রাতে
তোমরা যারা সুখের নিদ্রা যাও
হে মহামান্য পৃথিবীর সন্তান
তোমাদের জন্য আমার সুখের নদীটি
দিলাম উপহার।


তোমরা আমার নদীকে চেন না?
তবে পাঠালাম আমার সবুজ বনানী
চেয়ে দেখ তোমাদের ঘরের আঙিনায়
আমার অরন্য এখন ঘর গেরস্থলী
গোছাতে ব্যাস্ত।


তোমরা শান্তির ঘুমে কাটাও তবে
সুখের এ রাতে
আমার তো ঘুমের সময় নেই
আমার বোধের রাজ্যে
এখন দাউ দাউ করে জ্বলছে আগুন।


তোমাদের তো বলে বলে হয়েছি হয়রান
এবার তবে মহাশুণ্যের দেউড়িতে মাদুর পেতে বসবো আমি
শুষে নেব পৃথিবীর সব বিষাক্ত কণিকা,
সূর্যকে মেঘমুক্ত করে
আলো ছড়িয়ে দেব ধরণীর বুকে।


জনপদ থেকে জনপদে
বাজিয়ে যাবো পৃথিবীর শেষ সত্য
মানুষের জয়গান
মানবতার মুক্তির গান।  


-----------------------
চৌরাস্তা, পটুয়াখালী