লোকটা উবে গেল
হঠাৎ- হঠাৎ ই ।
সবাই ভিড় জমালো ,
আড়ালে আবডালে হাসলো
শুধু মজা লুটলো ।


মাঝ বয়সী মহিলা
হঠাৎ- হঠাৎ ই
সেদিন হাত পেতে বসলো বটের ছা এ,
সবাই আড়চোখে দেখলো, ফুল মালা ছড়ালো
পুন্য কামালো।


ছেলেটা সেদিন
হঠাৎ- হঠাৎ ই
ইস্কুল শেষে স্টেশন পারে বসলো -
দশে দশ,  দশে দশ, দশে দশ
লেবু বেচে তার আপ্রাণ লড়াই চললো ।


ওই যে লোকটা উবে গিয়েছিলো
কর্তব্য পালনের ব্যার্থতার বোঝে,
ওই যে মহিলা লজ্জা বিসর্জন দিয়ে বসলো
চোখের তারার পর্দা হঠানোর শেষ চেষ্টায়,
ওই যে ছেলেটা লেবু বেচলো
মা র হাতে দুমুঠো আরো তুলে দেবার আশায়,
এরা সবাই বাঁচার মতো বাঁচতো
যদি তোমার আমার মতো লোক গুলো
সবাই সৎ হত।
মান আর হুঁশ এর সমন্বয়ে
মানুষ হতো ।


যদি আমাদের মাঝে একজনও
সেই লোকটাকে রোজকারের পথ দেখাতো-
যদি আমাদের মধ্যে একজনও এগিয়ে আসতো
সেই অসহায় মানুষের চোখে দৃষ্টি স্পষ্ট করতে-
যদি আমরা কেউ সেই ছেলেটার
আয়ের ঝুড়ি ভরাতাম প্রতি হপ্তায়-
তবে সমাজটাই বদলে যেত ।
হ্যা, সমাজটাই বদলে যেত।


সত্যি যেদিন  
এই ক্ষুদ্র আমি র উর্ধে উঠে
একটা , শুধু একটা অভাবী মুখে হাসি ফোটাবো
আমরা সবাই,  সবাই-
সেদিন সমাজটাই বদলে যাবে।
মান আর হুঁশ এ মিলে,
চল না বদলাই আমরা সবাই।