একটা ভালো লাগা রেখে গেলি
এখনো তুই তেমনটাই আছিস
এখনো তুই বেচেঁ আছিস
তোকে দেখার পর মনে হল
কেউ কেউ বেচেঁ থাকে
নয়তো মরে যাওয়া আমিটাকে নিয়ে
আরও এক মৃত আত্মাকে দখল করে
অবিরত মরতে মরতে বেচেঁ থাকা
তোকে দেখার পর মনে হল
বাচঁতে জানতে হয়
তোর ইচ্ছাবৃক্ষকে ডালপালা মেলে
নিজসত্ত্বার জয়গানের সুরে
আমারও প্রাণে তাল তুলে গেল
তোকে দেখার পর মনে হল
মরে যাওয়া মন নিয়ে বেচেঁ এক শরীর আমি
তোকে দেখার পর মনে হলো, বাঁচতে জানতে হয় -
কথাগুলো ভালো লাগলো।
আমার পাতায় আমন্ত্রণ।
কবিতার বিষয় খুব ভালো। একটু মেদবহুল হয়েছে। আরো ছোট করা যেতো...
শুভেচ্ছা কবি ।
আমার হৃদয় থেকে ভালবাসা ও শুভেচ্ছা গ্রহ্ন করুন কবি
এটাই ছিল বাঙলা কবিতায় আপনার প্রথম প্রকাশিত লেখা
লেখাতি পড়লাম আমার ভালো লাগা কাজ করছে নিজের মধ্যে
আমি আসা করবো কবি আমাদের আর ভালো ভালো লাখে উপহার দেবেন এই কামনা করছি
ভালো থাকবেন সুন্দর থাকবেন আপনি >......। :)
স্বাগতম।
বয়স বাড়েওনা কমেওনা!
ও হয়তো তেমনি একজন!
ঠিক....
সুন্দর!