অতৃপ্ত লহমাগুলো
অপেক্ষায় রেখেছি

.

গোধুলির মেঘ
আচঁলে চেপেছি

.

তুমি আসবে বলে
সময়কে যেতে দিয়েছি

.
নিষ্ফলা কথায়
অপেক্ষায় থেকেছি