নিরংশু এলো বুঝি
চারদিক ছাপিয়ে
শীতাংশু হেসে ওঠে
মুখখানি বাঁকিয়ে।


জোনাকি মেতে ওঠে
স্ব-উল্লাশে উৎসবে
শশিকর বেঁকে নেই
যোগ দেয় আত্মভবে।


ওই এলো জলাধর
রিম ঝিম ছন্দে মেতে
নিরংশু ছেপে যায়
আসমানীর বজ্রাঘাতে।


শীতাংশু অভিমানে
আড়ালে চলে যায়
জোনাকি গোমড়া মুখে
শশিকরে মিশে যায়।