এক সময় নিজের সাথে অনেক সংঘর্ষ করে ছিলাম
              উন্মাদ-ভালোবাসার বাঁধনে জড়িয়ে ছিলাম
কিংবা অসম প্রেমের বাঁধন ছিন্ন করার ক্ষমতা
              লোপ পেয়ে ছিল কিনা কে জানে?
মনের কষ্ট চোখের জলে ভেসে যেত
              কিংবা কলমের কালির টানে টানে
ভরে যেত ডায়রির পাতায় পাতায়, তাকে
              না বলা কথা কবিতা হয়ে।
বোঝেনি সে, বুঝবেও না সেই ব্যকুলতা
              সময়ের স্রোতে বানভাসিসম আজ
হয়তো ঝাপ্সা চোখের তারায় নির্লিপ্ত
               হয়তো ক্ষণে ক্ষণে কেঁপে ওঠে বুক।


আজ সেই জ্বালা ক্রমশ কমে এসেছে
             বুকের জ্বালা, মনের জ্বালা
সুগন্ধসার পানীয়র গ্লাস একহাতে
              অন্য হাতে সদ্য জলন্ত সিগার।
পোড় খাওয়া সিগার-ছাই উপচে পড়া সিগারদানি
             নিত্য সঙ্গি হয়ে অসম প্রেমের
বাঁধন ছিন্ন করার ক্ষমতা বেড়েছে অনেকটাই
              যেন নিশীথ যবনিকায় উষশী'র আগমন।