মতিভ্রম, বুঝিনি প্রাণ কিছুতে দেহের দোসর নয়
মতিভ্রম, এ জগতে কেবল প্রেম অনুপম অক্ষয়

অভিনয়, হেরে গিয়ে’ও ভাবে তার হয়েছে জয়
​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ অভিনয়, বেঘর হয়ে’ও শূন্যে খোঁজে সে আশ্রয়
প্রতিচ্ছবি, চেয়ে’ও যা অদেখা থাকে চিরকাল
​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ প্রতিচ্ছবি, অকৃত্রিম ও সাবলীল স্বচ্ছ মায়াজাল

অপেক্ষা, মনের গহীনে উঁকি দেয় মনচোর
​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ অপেক্ষা, কারো জন্যে প্রহর গুনে রাত্রি ভোর
ছিনিমিনি, বন্ধু এমন হাজার খুঁজলে পাবে না
​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ছিনিমিনি, হারালে একবার দ্বিতীয় জন্ম হবে না

পিঞ্জিরা, প্রাণ কপোত স্বপ্নে আসে চক্ষু ফাঁকি দিয়া
​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ পিঞ্জিরা, জীবন নাশে অনুক্ষণে অজাতশত্রু হিয়া
স্বপ্নভঙ্গ, পথের মাঝে ঘরের আশা করে বোবা প্রাণ
​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ স্বপ্নভঙ্গ, আপন অচেনা হয়ে ক’রে থাকে মুখ ম্লান

শান্তি, হিংস্র কিছু মানুষের কাছে অপাঙতেয় বোধ
​ ​ ​ ​ ​ ​ ​ শান্তি, যুদ্ধ হত্যা ধ্বংস এড়াতে সুনিবিড় প্রতিরোধ
উচাটন, মুক্তি খুঁজে চলে ​এপথে ওপথে ও কুপথে
​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ উচাটন, কখনও সে আসীন জীবন বিজয় রথে

পরদেশী, হারিয়েছি বলে’ই বুঝি তোমার মূল্য কত
​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ পরদেশী, তোমায় মিলতেই হবে উপশম সব ক্ষত
অবসর, ব্যস্ত জীবনে আকাঙ্খিত এতটুকু অভিলাষ
​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ অবসর, সুদূর স্মৃতির পাতায় পাতায় নিরব দীর্ঘশ্বাস

অশ্রুকাজল, পরাণ পুড়ায় জীবনময়ীর বিচ্ছেদ অনল
অশ্রুকাজল, প্রিয়তমের জন্যে গড়ি বিমূর্ত তাজমহল


____________________________
উত্তরা | ঢাকা | বাংলাদেশ