হাটের ধারে, মাঠের ধারে,
চলার পথের দু'পাশ জুড়ে
হাজার হাজার বৃক্ষ ছিল-
করছি উজাড়-শেষ,


চলতে পথে- গাছের ছায়া,
স্নিগ্ধ-শীতল, অতুল মায়া,
নিজের হাতে খতম করে
পুড়ছি রোদে বেশ।


পুকুর পাড়ে, নদীর ধারে,
আমার সোনার দেশটা জুড়ে
বন ছিল, তা উজার করে-
করছি উন্নয়ন,


গ্রামগুলো আজ শহর হলো,
রাস্তা, ভবন, ব্রীজও হলো
কিন্তু মানুষ বাঁচার মতো-
নেই যে অক্সিজেন।


গড়তে সুখের দালান-কোটা,
বাড়ছে কেবল ইটের ভাটা,
শহর-নগর, বিপদ সীমায়-
এমনি অবস্থান,


তাপের প্রভাব বাড়ছে শুধু,
সবুজ এখন মরু ধুধু,
বাংলাদেশটা স্বর্গ তো নয়-
কেমন গোরস্থান!


এই পরিবেশ পাল্টে দিতে,
সতেজ হাওয়ার সুবাস নিতে,
লাল সবুজের বাংলাদেশে-
বাঁচতে সবাই চাই,


জলাধার ও পুকুর পাড়ে,
বসত ভিটা, পথের ধারে,
বিরান ভূমি আবাদ করি-
এসো গাছ লাগাই।।


(AB30042024)