প্রত্যেকটি চাবির মাঝে
লুকিয়ে আছে জিম্মাদারি
এতগুলো চাবির ওজন
কেমন করে সইতে পারি?


দায়িত্ব ভার কাধে নিয়েই
চলছি আমি এই সমাজে
দিনের শেষে সবাই বলে
অলস তুমি সকল কাজে।


কেউ যদি মোর কাজগুলোকে
ভাগ করে নেয় ভালোবেসে
সকল দায়িত্ব ছেড়ে দিতে
প্রস্তুত আছি মুচকি হেসে।


আর পারিনা বইতে বোঝা
কোমর এখন হয়না সোজা
বয়স না হতেই পরছি নুয়ে
ঘুম যে আমার কোথায় গেলো
কোথায় পাবো সুখের আলো
ভাবছি এখন শুয়ে শুয়ে।