হাতি 🐘 ও কুমির 🐊


গ্রীষ্ম কালের ভর দুপুরে
একটি হাতির ছানা🐘
নদীর জলে নাইতে গেল
শুনলো না মার মানা।


নদীর জলে  কুমির মামার
খুধাও ছিল খুব
কচি হাতির ছানা  পেয়ে
মিটিয়ে নিল টুপ।🐊


আস্ত হাতির বাচ্চা খেয়ে
পেট গোলো তার ফুলে
পেটের জ্বালা নিবারণে
ছুটলো নদীর কুলে।


হাতি মা তার ছানার খোঁজে
হয়রান হয়ে গেল
আউলা বেশে ব্যকুল হয়ে
নদীর ধারে এলো। 🐘


কুমিরকে সে বললো ডেকে
দেখছো নি মোর ছানা
দম্ভভরে বললো কুমির
হয়েছে মোর খানা।🐊


অমনি হাতি লাফ দিয়ে তার
পিঠের উপর চড়ে
পেটের খাবার বেড়িয়ে আসে
হাতির চাপায় পড়ে।🐘


আম জনতার টাকায় যারা
উদর পূর্তি করো
এই ঘটনার থেকে তারা
শিক্ষা নিতে পারো।


অন্যায়ভাবে গ্রাস করো না
রাষ্ট্রের টাকা কড়ি
উগড়ে দিতে হবে সবই
পায়ের তলায় পড়ি।


তারচে ভালো আম জনতার
সেবাতে দাও মন
দাও ফিরিয়ে আম জনতার
কেড়ে নেওয়া ধন।🏞️


দেখবে তবে সুখি রাস্ট্র
সুন্দর পরিবেশ
মোদের সবার স্বপ্ন যেমন
সোনার বাংলাদেশ। 🇧🇩


৩০১১২০২৩