পদ্মার ঐ পাড়ে
গেলাম বালুর চড়ে
আটকে গেল পা
ভয়ের তোরে শিউরে ওঠে
আমার সারা গা।


বালুর সাথে মিশে
করছি খেলা কিশে
বাজলো যখন দন্ধ
হঠাৎ করেই মোদের খেলা
হয়ে গেল বন্ধ।


বালুর সাথে আড়ি
যাবই চলে বাড়ি
নৌকা নাহি চলে
কেমন করে ফিরবো আমি
আমার মায়ের কোলে।


মা যে পেরেশান
কই গেল সন্তান
খুঁজে পেয়ে হেতু
পদ্মার বুকে করে দিলেন
মস্ত একটা সেতু।


সেই সেতুটায় চড়ে
ফিরে এলাম ঘরে
স্বপ্ন হলো শেষ
দুচোখ মেলে দেখি এ যে
আমার বাংলাদেশ।।।


(AB02072022)