টুঙ্গীপাড়ায় জন্মনিল
মূল্যবান এক রত্ন
চিনতে পেরে মা জননী
করল যে তার যত্ন।


শিশু কালেই মানব সেবায়
হাত বাড়িয়ে দিল
ধনী গরীব সবইকে সে
আপন করে নিল।


সইতোনা সে কোন জুলুম
অন্যায় অত্যাচার
সারাজীবন করেন লড়াই
আনতে অধিকার।


জেলখানাতে বন্দী থাকেন
সহস্রাধিক দিন
বাংলাদেশের মানুষ তিনি
ছিলেন আপোষহীন।


মিছিল মিটিং সংগ্রামে তার
জীবন চলে ভাই
তাহার মুখেই রেসকোর্সের
ভাষণ শুনতে পাই।


তার ভাষণেই উঠলো জেগে
দেশ, জাতি, জনতা
যুদ্ধ করে আনলো ছিনে
দেশের স্বাধীনতা।


যিনি সকল গুনের আধার
জান কি তার নাম
জাতির জনক বঙ্গবন্ধু
শেখ মুজিবুর রহমান।