সবুজের বুক চিড়ে
বয়ে গেছে খাল
ছোট্ট বালক সেথা
ফেলে রাখে জাল।


জাল ভরে মাছ ওঠে
মুখে ফোটে হাসি
ওপাড়েই শোানা যায়
রাখালের বাঁশি।


তীর ঘেঁষে বয়ে গেছে
মেঠো পথ সরু
সে পথে রাখাল ছেলে
হাঁকে মেষ গরু।


সবুজের লীলাভূমি
নেই যার শেষ
সুখের আবাস ভুমি
এ আমার দেশ।