ভালবাসার মায়াজাল
ভা -
ভালবাসার মায়াজালে
আটকে পড়া ভুল
সারা জীবন শেষ হয়ে যায়
দিতে তার মাশুল।


ল-
লক্ষ মানুষ আটকে আছে
মায়া জালের ফাঁদে
বাঁচার তরে আরজী করে
নীরব ভাষায় কাদে।


বা-
বাধার প্রচীর সামনে এলেও
বাসতে হবে ভালো
আঁধার ঘেরা এই ভুবনে
আসবে তবে আলো।


সা-
সাজিয়ে তুলতে  এই অবনি
ভালবাসার নাইরে তুল
ভালবাসায় কাটার মাঝেও
ফোটে কত রঙিন ফুল।


র-
রবের উপর  ভালবাসার
রাখলে পরে নাজরানা
এই পৃথিবীর সৃষ্টি সকল
মানবে তাঁর আদেশ মানা।


মা-
মান অপমান থাকবে সবই
করবে গ্রহণ ভালোর দিক
সবকিছু পজিটিভ নিলেই
দেখবে তুমি সবই ঠিক।


য়া-
আসবে যাবে হাজার মানুষ
বাসবে ভালো হয়তো কেউ
মায়ার চাদরে জড়িয়ে রেখ
ভালবাসার দেখবে ঢেউ।


জা-
জাতি, ধর্মের বিভেদ ভুলে
সব জড়িয়ে নাও বুকে
ভালবসা দাও সব মানুষ কে
পাশে থাইকো সুখ দুঃখে।


ল-
লক্ষ্যে যদি অটুট থাক
ভালবাসা থাকবে ঠিক
শান্তি ও সুখ ছড়িয়ে যাবে
এই পৃথিবীর দিকবিদিক।