নামের সাথে নাম কেটে দিলি,ভাই!
কত আদরে-স্নেহে রেখেছিলাম,
          এই মনে।
কত শাসন-শোষণ আর ভালোবাসায়
          বেঁধেছিলাম আমার অন্তরালে।
অদ্ভুত এ শহর! আর অদ্ভুত তুই!
          চলে গেলি সবাইকে ছেড়ে।
রঙিন এ শহরে কালো পতাকা উড়িয়ে,
           ভাই!
চলে গেলি,স্মৃতিগুলো রেখে দিয়ে,
           বেদনার সাথের বিষাদের কাঁটা।
কত না সন্ধ্যায় তোর কপালে দিতাম এক ফোঁটা,
            মুক্ত থাকে যেন কালো-ছায়া।
হায়! শেষে কিনা তুই দিলি উড়াল,
            এই শহর ছাড়িয়ে বহুদূরে।
ভাই! ভাই! বলে ডাকি নাহি পাই সাড়া,
             বিষাদের দিবস যেন হয় না-কো আর পারা।
যেথা গেলি সুখে থাকিস এই আশির্বাদ,
             শীঘ্রই আমিও আসবো এই প্রার্থনায় আমার।