ঘুমন্ত আমি
ঘুমন্ত প্রায়
তবু আঁখি কেন জানি মেলি
তবু জগতটা রে না ভুলি
তবু মায়াজালে বন্ধি আমি।


ঘুমন্ত!
ঘুমন্ত আমি
ঘুমন্ত প্রায়
শত শ্রাবণের বৃষ্টি নামে
শত আধারের জোয়ার থামে
শ্রুতি প্রেমের এই নয়ন দু'ধারে।


ঘুমন্ত আমি
ঘুমন্ত প্রায়
স্বপ্ন দেখি বিশ্ব দেখার
আকাশ-বাতাস পাড়ি দেয়ার
মধুর সুরে গান গাইবার।


ঘুমন্ত!
ঘুমন্ত আমি
ঘুমন্ত প্রায়
সম্ভাবনার দ্বারপ্রান্ত
অসহায় নিয়তির আজ্ঞা
চেস্টায় কেবল সফলতা।


ঘুমন্ত আমি
ঘুমন্ত প্রায়
এক টুকরো কাগজের সম্পদ
বিশাল আত্মীয়তার মিল-বন্ধন
কত যে প্রেমের সম্মানিত প্রস্তাব।


ঘুমন্ত!
ঘুমন্ত আমি,
ঘুমন্ত যে প্রায়।