প্রভু মোরে দান কর
তোমারি অসীম জ্ঞান।
পড়ি যেন তোমারি কারণ
সৃস্টিজগত আর এই আসমান।
আকাশ-কুসুম তফাৎ করি
বানিয়েছো এই মহল!
নিখুঁত হাতের লেখা তোমার,
দেখী কুরানের প্রত্যেক'টা অক্ষর।


প্রভু মোরে দান কর
তোমারি অসীম জ্ঞান।
করি যেন সৃস্টির সেবা,
স্রস্টা তুমিই একমাত্র সহায়ক।
প্রতিবারে করি পূজা
তোমারি অর্থায়ন,
দিবালোকে আছো তুমি
সকল শ্রোতার অন্তরায়ন।
"পড়!তোমার প্রভুর নামে"
তুমি দিলে বাণী
আমরা মানব জাতি
সকল ধর্মের লোক তা'ই মানি।
পাপ করি মোরা সকাল-সন্ধ্যা
নাহি চাহি ক্ষমা
এ জগতের পাপের ভাগি তো তুমি!
কেন পাড়ি জমিয়েছো আসমান ছেদি?


প্রভু মোরে দান কর
তোমারি অসীম জ্ঞান
প্রচারিত করি যেন
সকল রাজ-সম্মান।
ভ্রাতা-ভগ্নী,ভগ্নীপতি সম করি সদা
দেশ যেন মোর দেখি সবুজ রঙে রাঙা।
"তুলি দুই-হাত করি মুনাজাত"
পড়ি বার বার,
জগত'টা রাখিও ভালো এই আবদার।
জ্ঞান দিয়ো প্রভু মোরে
করি যেন ব্যয় তোমার দরবারে।
বাঁধিও না মোর পায়ে শিকল
সারাজীবন রাখিও তোমার শিষ্য'র মতন।
প্রভু মোরে দান কর!
দান কর!! তোমারি অসীম জ্ঞান।