এ কেমন মরণ তুমি!
আজিকের পর আর বুঝিনি গো কোনো দিন'ই।
তুমি ছাড়া আমি যেন একা
ওগো বড়'ই লাজুক তুমি
মিস্টি প্রেমের ছায়ার মণি
হাজার গোলাপের নারী
এ কেমন মরণ তুমি!


কতদিনের বিরতি আবার!
দেখা তুমি যেন আজও অদেখা
প্রাণহীন এক নদী
ফিরবে না আর বুঝি!


কেন এই অভিমান সারাক্ষণ
ওগো তোমায় মানায় না আর
অভিমান,অনুরোধ-কপালে,
হাসো প্রাণ খুলে।
দেখাও তোমার সেই অনুনয়
যা ভালোবাসি আমি সদা
তুমি ছাড়া একলা মানুষ
কবি-সাহিত্যিক
এ কেমন মরণ তুমি!


এ-খণ প্রত্যেক দিবস
করেছি তোমায় মনে
যেন জরিয়েছো মায়া,
এই ভুবনে
হাসির পদ্যটা লেগে।


এ কেমন মরণ তুমি
আমায় দিলে সাড়া
তুমি হিনা লাগে না আর এই ভুবনের মায়া।
এ কেমন মরণ তুমি!