নাকছাবিটা হারিয়ে গেছে সবুজ নদীর ধারে
সবুজ নদী হারালো স্রোত নাকছাবিটার ঘোরে
নদীর তীরে নদীর চরে
কাশের বনে খড়ের ঘরে
ফিঙ্গে দোলায় ইঙ্গ পুচ্ছ মনের নিখাদ জোরে।


নাকছাবিটার তীরের কাছে সিঁদুর মাখা ঢেউ
ঢেউয়ের ভিতর গা ভাসিয়ে ভেসে চলছে কেউ।
ঢেউয়ের শেষে কোমল মাটি
আলতো ছোঁযার রূপ দোপাটি
রূপের ডালায় ঢেউয়ের দোলায় গান শোনাবে পিউ।


নাকছাবিটার ঘূর্ণীপাকে বাতাসগুলোও দুর্বিপাকে
বাদাম ক্ষেতে গমের ক্ষেতে সবুজ নদী গল্পে মাতে
চুল উড়ছে, সবুজ জলে
জলের ছোঁয়ায় ফসল ফলে
সাধের বাগান অবহেলায় কাঁদছে কখন থেকে!!


বট ও পাকুড় (বিলোপ)/ঢাকা।
১৫ আষাঢ় ১৪২৩/বুধবার/২৯ জুন, ২০১৬