আমি খুব বেশি ভালবাসা চাই না কারো কাছে,
আমি শুধু চাই কোন এক গোধুলী বিকেলে,
কেউ আমার কানে কানে বলুক,
চল না দুই জন মিলে ছাদে গল্প করি।


আমি খুব বেশি ভালবাসা চাই না কারো কাছে,
আমি শুধু চাই কেউ এসে আমার পাশে বসে,
আলতো করে স্পর্শ করে আমাকে জিগ্যেস করুক,
তুমি কি ভাল আছো।


আমি খুব বেশি ভালবাসা চাই না কারো কাছে,
আমি শুধু চাই কেউ নিয়ম করে রোজ দু'বেলা,
আমার একটু খবর নিক,
আমি বেঁচে আছি নাকি মারা গেছি।


আমি খুব বেশি ভালবাসা চাই না কারো কাছে,
আমি শুধু চাই কেউ ভালবাসার দাবী তে না হউক,
একটু সহানুভূতি নিয়ে তিন বেলা আমাকে জিগ্যেস করুক,
আমি খাবার খেয়েছি কি না।


আমি খুব বেশি ভালবাসা চাই না করো কাছে,
আমি শুধু চাই  মাঝ রাতে আমার ঘুম ভাঙ্গলে,
কেউ আমাকে একটু জিগ্যেস করুক,
তুমি কি ভয়ানক কোন স্বপ্ন দেখে ভয় পেয়েছো।


আমি খুব বেশি ভালবাসা চাই না কারো কাছে,
আমি শুধু চাই আমার বিপদে কেউ আমার হাতটা,
শক্ত করে চেপে ধরে বলুক আরে বোকা,
কিচ্ছু হবে না আমি আছি তো সব সময় তোমার সাথে।


আমি খুব বেশি ভালবাসা চাই না কারো কাছে,
আমি শুধু চাই কেউ আমার হাতে হাত রেখে বলুক,
যত যাই হোক কখনই কোন অজুহাতেই,
আমি তোমাকে একা রেখে চলে যাবো না।


আমি খুব বেশি ভালবাসা চাই না কারো কাছে,
আমি শুধু চাই কেউ আমার রাতের একা থাকার,
ভয় দূর করার জন্য হলেও আমাকে কারো রুমে না হয়,
কারো রুমের পাশের রুমে একটু ঠাঁই ধিক।


আমি খুব বেশি ভালবাসা চাই না কারো কাছে,
আমি শুধু চাই আমার মৃত দেহের চির বিদায়ী মূহুর্তে,
কেউ আমার জন্য খুব বেশি না হয়,
তার চোঁখ থেকে দু'ফোটা জ্বল ফেলুক।