তুমি চেয়েছিলে আমার কবিতার কষ্ট ছুঁতে, ছুঁয়েছ?
আমার কবিতায় নিবিড় যত্নে থাকা কষ্টগুলি!
তুমি বলেছিলে, আমার কবিতারা এত, কোমল-মসৃন নগ্ন কেন!
চোখে লাগে বড়, ছিঃ কি বাজে!
তুমি চেয়েছিলে দেখতে, আমার কবিতার বাস কোথায়, দেখেছিলে?
নোংরা পরিবেশেই বেড়ে ওঠা, আমার কবিতার কিলবিল!
তুমি বলেছিলে, তোমার কবিতায় এতো অশ্লীল কষ্ট কেন!
কষ্টেরা কোথায়, কবে, শ্লীল হয়েছে আমার জানা নেই।
শুনো হে কবি, তুমিও তো কবিতা লিখতে চাও,
আমি কবিতার ভালবাসা বুঝিনি, দিতে পারিনি সন্মান,
চোখের সামনে কবিতার ভাষা হরণ হতে দেখেছি, কি করবো বলো!
চলো, এবার আমার বুকে কবিতার কারখানায়,
ওই যে জমাট রক্ত, ক্ষতটা দেখেছ! সীমাহীন অবহেলা আর প্রবঞ্চনা।
চারদিক থেকে বঞ্চিত আমি একজন!
তারপর, শুনো আমার মনের খবর,
শিক্ষা সনদের জেরক্স কপির সাথে তার নিত্য না পাওয়ার হতাশা।
ভাল লাগা বলে আমার জীবনে কিচ্ছু নেই,
হে কবি, রিক্ত আমার জীবন, ভালবাসার জন্য ভালবাসা শুধু কবিতা জুড়েই!