দেশ ভাগের সময় চিৎকার করে বললে
আজ থেকে  আমরা স্বাধীন
তোমার চিৎকার শুনে ছুটে গেলাম
প্রশ্ন করলাম স্বাধীনতা মানে কি?
তুমি বললে ধুর এইটুকু জানোনা!
স্বাধীনতা মানে দেশের ভিতর
ইচ্ছেমতন চলা,ভাত কাপড়ের আর কোনো
অভাব না থাকা।
মণটা আমার খুশীতে ভরে গেলো
যদিও ইংরেজ সরকার বলেছিলো
তোমরা কেন স্বাধীনতা চাও?
দেখো তোমাদের দেশটার আমরা কত
উন্নতি করে দিয়েছি, আরো দেব
এত দেব তোমরা কস্মিনকালেও তা পারবেনা।
আমরা বাঙ্গালীরা বলেছিলাম
তোমাদের দ্বারা যতোই উন্নতি হোক
তাতে আমাদের মন ভরেনা
আমাদের চাই আত্মসম্মান, আত্মসম্মান, আত্মসম্মান।
ইংরেজ চলে গেল
কিন্ত আবারও সংগ্রাম, আবারও আন্দোলন, আবারও
আত্মসম্মান ফিরে পাবার লড়াই
সে লড়াইয়ে আবার সাহায্য চাইলে
মিলিত শক্তিতে লড়ে জিতলাম
আবার দিলে চিৎকার, আমরা স্বাধীন, আমরা স্বাধীন
আবারও জিজ্ঞাসা তোমার কাছে
আগের বারের মতো হবে না তো?
তুমি বললে দুর বোকা এবার তো আমরা নিজেরাই
কিন্ত একি! নিজেরাই তারপরও কেনো
এখনও এত হানাহানি?
এখনও কেন আমার দেশ চায় নিজের রক্ত
এখনও কেন তিনবেলা খাবার না পাবার যন্ত্রণা
এখনও কেন চলাফেরার স্বাধীনতা না থাকা
এখনও কেন দেশের ভিতরে আতংকের মধ্যে থাকা
এখনও কেন নিত্য লাগে
আত্মসম্মান ফিরে পাবার ঘোষণা
তবে কি আবার আমায় ফিরে যেতে হবে
বেনিয়া দুর করার লড়াইয়ে?
আবার কি ফিরে যেতে হবে
অবাঞ্চিত কে হটাবার লড়াইয়ে?
আবার কি ফিরে যেতে হবে
ভাতের অধিকারের লড়াইয়ে?
আবার কি ফিরে যেতে হবে
আত্মসম্মান রক্ষার আন্দোলনে?
ধিক! জাতি, ধিক! আর কতবার? আর কতবার?