তনু মণ ভরা গোলাপী শরীর
চিকন কোমর দুলিয়ে
রাস্তা দিয়ে যাচ্ছে হেঁটে
পথিকের মাথা গুলিয়ে।
কামার্ত চোখে তাকিয়ে পথিক
শরীরের ভাঁজ খোঁজে
লুকিয়ে থাকা কাম বাসনায়
লালাভ হয়ে উঠে।
দেখোনি কি পথিক কখনও তুমি
এমন ভাঁজ গুলো?
ঘরেও তোমার রয়েছে এমন
বাড়তি তৃষ্ণা  কেন?
শরীর কি তুমি দেখোনি কখনও
দেখোনি গোলাপী ঠোঁট
দেখোনি কি কোন দেহবল্লরী
তাহলে কেন এ রোখ?
রাস্তা দিয়ে হেঁটে যায় জীব
তাকিয়ে থাকে শকুন
তুমিও তাকালে এমন করে
প্রভেদ কি তখন!!