তুমি যখন থাক কাছে
পদ্ম সুবাদ পাই
দুরে গেলে মণ উচাটন
উদাস সুরে গায়।


থাকলে কাছে চাঁদ বদন
দু হাত দিয়ে ধরি
অলিন্দে মোর চেপে ধরে
তৃষ্ণার জল ঢালি।


মগ্ন প্রেমে তৃষ্ণা মেটায়
মায়াবী এক খেলায়
জলকেলিতে সুখের প্রলেপ
আনন্দে মন মাতায়।


থাকলে দুরে প্রেমের জল
শুকিয়ে যায় তলায়
মণ খালি কয় আবার কখন
উঠবো তোমার ভেলায়।