এমন যদি হতো
পড়ালেখা শিখে হতাম
অফিসারের মতো।


অফিসারের মতো হয়ে
বসের একটা চেয়ার পেলে
পায়ের ওপর পা তুলে
কি যে মজা হতো।


চেয়ারটাতে বসে আমি
পেতাম শুধু ফাইল
হাবিজাবি করে আমি
দিতাম শুধু সাইন।


সাইন দিয়ে পেতাম বেতন
আরো পেতাম ঘুষ
এক সাইনে লক্ষ টাকা
হারিয়ে যেত হুশ।


গাড়ি হতো বাড়ি হতো
চাকর বাকর কত
সেই দাপটে হতাম আমি
জমিদারের মতো।


জমিদারের মতো হয়ে
ছড়াতাম অনেক টাকা
সেই টাকাতে আরো  কিনতাম
লিমুজিন একখানা।


আমার মতো স্বপ্ন কথা
তাদেরই শুধু মানায়
মেধা মনন আর পরিশ্রম
যারা করে বেড়ায়।


হতোনা এগুলো স্বপ্ন কথা
হতোনা এগুলো দূর্লোভ
অলসতার প্রতি যদি হতে
আরেকটু নির্লোভ।