ছোট্ট গাঁয়ের ছোট্ট বাড়ি
সেই গ্রামেতেই সুখ
শহরে তে মণ টিকেনা
ফিরতে যে উন্মুখ।
গাঁয়ের বাড়ি গাছের ছায়ায়
ফুলেল করে ঘরটা সাজায়
প্রভাত  আলো ডেকে তুলে
অতি  সকাল বেলায়।
দোয়েল পাখি শীষ দিয়ে
শুভেচ্ছা টা জানায়
ময়না টিয়া গান গেয়ে
আনন্দে মো'ক ভাসায়।
আমার গাঁয়ের মেঠো পথে
লুঙ্গী পরে গামছা গায়ে
কাদা মাটি লাগিয়ে পায়ে
ইচ্ছে মতন বেড়ায় ঘুরে
ধানের জমির পোঁয়ে পোঁয়ে।
লাগলে রোদ মাথার প'রে
মাথাল কে নিই সঙ্গী করে
পুষ্কুনি তে ঝাঁপিয়ে পড়ে
স্নান টাকে নিই সেরে।
ধানের গোলা ধানে ভরা
পুস্কুনি সব মাছে ভরা
টাটকা টাটকা শাক সব্জী
প্রাণ টাকে দেয় নাড়া
উদর পুরতে সয়না দেরী
মুখের সে কি তাড়া।
দিনের বেলায় রবির কিরন
সন্ধ্যা হলেই গহীন ভূবন
রাত্রীবেলা স্বপ্নীল হয়
উঠলে চাঁদের কিরন।
ঐগ্রামেতেই মণ পড়ে রয়
মণ বসেনা কাজে
সকাল সাঁঝে কান্না আমার
গুমোট হয়ে বাজে।