মনে তুই রয়েছিলি
পূর্নিমা হয়ে
অমাবস্যা নিয়ে গেছে
গ্রাস করে তোকে।


সন্ধ্যামালতী সুবাস ছড়ায়
অমাবস্যার বুকে
আমি ছিন্ন তরীহীন
ভাসি অথৈই জলে।


ডায়েরীর পাতা জুড়ে যত প্রেমকথা
চোখ মেলে চেয়ে থাকে আচ্ছন্ন নীরবতা
বর্ণগুলো শুধায় এসে জানতে তোর কথা
রেটিনাকে গ্রাস করে জলের ধারা
রেটিনাকে গ্রাস করে জলেরই ধারা।


থাকিস যদি অনুভবে
জুড়া এ জ্বালা সত্যি হয়ে
দেখে যা আছি বেঁচে
তোরই একটু ছোঁয়া পেতে
আমি ছিন্ন তরীহীন
ভাসি অথৈই জলে
অমাবস্যা নিয়ে গেছে
গ্রাস করে তোকে।