অসুস্থ রাতের কান্না
ভেতরে নৈঃশব্দে জ্বলে উঠা
ভীষণ অস্থিরতা
ক্ষুধার্ত আকাশের ঠোঁটে
ব্যকুল দাঁড়িয়ে থাকা
সবুজ বাতাসে কাঁপা
ভোরের কুসুম
রঙ্গিন হয়ে উঠে
কাঠখোট্টা স্মৃতি
আলো আঁধারের বৃষ্টি ভেজা
আমি তোমার শুধু তোমার
আমি তোমায় ছেড়ে কোথাও যাবোনা
আমার সমগ্র জীবন সাধনায়
তোমার উপস্থিতি অনড়
আমি আকন্ঠ ডুবে আছি
তোমার সুরা পান করার আশায়।
আমার মনণে মেধায়
চেপে বসে আছ তুমি
তোমার আনন্দই আজ আমার আনন্দ
তোমার দুঃক্ষই আজ আমার দুঃক্ষ
আমার জীবনকে বাজী রেখে
তোমার জন্য রচনা করতে চাই
একটি আনন্দ ভূবন।
শুধু তোমার জন্য
তোমার জন্য তিল তিল করে
পথ আমি অবিরাম কেটে চলেছি
সেই মসৃণ পথে তোমার যাত্রা
যাতে শুভ হয় এই কামনায়
আজ আমি হয়তোবা সংকটের
ঝুলো বারান্দায় দাঁড়িয়ে আছি
অবিরাম প্রাণিত হচ্ছি
নীলকন্ঠ হবার সাধনায়
আমার কোনো কষ্টই নেই
কারণ আমি নিশ্চিত জানি
এই বন্ধুর পথের শেষ সীমানায়
আমাকে পাবার ব্যকুল অপেক্ষায়
দুহাত বাড়িয়ে দাঁড়িয়ে রয়েছো
আমি বরাবর চাই
তোমার হাসিমাখা মুখ
আমার স্বপ্ন সুষমাকে
আমি উৎসর্গ করেছি
শুধু তোমার জন্য
বিনিময়ে তোমার কাছে
আমি পেতে চাই
তোমার আনন্দভরা হৃদয়।