আঁধারেতে ভয় তোমার
আলোর ছটা খুঁজো
আলোর ছটা খুঁজে পেলে
চুপটি করে থাকো।


আলোর মাঝেই কাটবে জীবন
এটাই শুধু ভাবো
একটু কালো আসলে পরে
হতাশ হয়ে পড়ো।


আঁধার আসে জীবনেতে
আরো আসে আলো
আলোর পরেই আবার আঁধার
এটা মনে রেখ।


আলোর মাঝে জীবন রাংগা
আঁধার করে কালো
আলো আঁধার মিলে হলে
জীবন চলে ভালো।


তাকিয়ে দেখো ওই আঁধারে
ঘুমিয়ে আছে মানুষ
ওই আঁধারেই যাবে তুমি
হয়ে রংগীন ফানুষ।


আঁধার কেটে জীবন টাকে
আলোর রং এ আঁকো
আলোকিত জীবন গড়ে
জন্ম জন্মান্তরে বাঁচো।