তোমাকে একবারই দেখেছিলাম
কিন্ত তার রেশ ছিলো রাশি রাশি
তোমাকে একদিনেই ভালবেসেছিলাম
কিন্ত তার সৌরভ এখনও অনেক বেশী।
তোমাকে পাবার জন্য পুরুষ হয়েছিলাম
তোমাকে পাবার জন্যই পৌরুষত্ব জাগিয়েছিলাম
ঝর্ণা জলে অতৃপ্ত হয়ে
নদীর জলে বক্ষ ভিজিয়েছিলাম।
তোমার যৌবনের রাশি রাশি সৌরভকে
পাবার জন্যই রোমাঞ্চিত হয়েছিলাম
শয্যাপাশে পাবার উত্তালতায়
সমস্ত সংকোচকে নিমেষে উধাও করেছিলাম।
তোমার যৌবনের ডানা ঝাপটানিকে
আমি সহ্য করতে পারিনি বলেই
তোমার উষ্ণতার পরশ নিয়েছিলাম
বীর্য স্রোতে ভাসিয়ে জঠরে ভ্রুণ দিয়েছিলাম।
যদি বুঝে থাক আমার ভালবাসা
যদি বুঝে থাকো তোমার উষ্ণ স্রোতে
আমার স্নান করার কতটুকু উন্মাদনা
যদি বুঝে থাক শুধু আমার করে রাখার আকুলতা
তবে স্পর্ধিত হয়োনা দম্ভিত হয়োনা
মুক ও বধির হও
ভালবাসার উষ্ণ স্রোতে অবগাহিত হও
পৌরুষত্বের তীব্র দংশনে ক্ষত বিক্ষত হও
যৌবন সুধাকে তপ্ত সূর্যের কাছে গলিয়ে দাও
অবগাহিত হও রোমাঞ্চিত হও পুলকিত হও
তপ্পতার মাঝেই জীবনের সুখ খুঁজে নাও
আমার সুধাকে ধন্য ভেবে পৌরুষত্বে সমর্পিত হও।