ভরা জোছনার চাঁদ
মনে এনেছে বন্যা
নাটোর শহরে দেখেছি আমি
অপরুপা এক কন্যা।
রুপ তার অফুরন্ত
লাগবে অতন্দ্র প্রহরী
এমন রুপের বিচার করতে
লাগবেনা কোনো জহুরী।
বাতাসের বক্ষে আজ
মাদকতার সুবাস
আমার বক্ষে আজ
শুধুই কন্যার বসবাস।
আকাশ পরেছে আজ
নীল রঙের চাদর
অপরুপার মনের গহীনে গিয়ে
দিতে চায় আদর।
ভালবাসার মুকুট পরে
হবো কন্যার রাজা
এমন কন্যার রাজা হলে
প্রাণটা হবে তাজা।
ওগো কন্যা শোনো কন্যা
প্রেম যে অমর বাণী
একটা জীবন কাটিয়ে দেব
তোমায় করে রাণী।