সমাজটাকে  পরিবর্তন  করতে অনেক
বাধাঁ থাকছে শুধু হতাশা আর আর্তনাদ
শুধু সুর মিলাচ্ছি আর ঠিকে থাকার পালা ।


হতাশা আর আর্তনাদের মধ্যে দিয়ে
জীবন চলে যায় আর কিছু না -
এভাবে বাচাঁর চেয়ে  মরণ শ্রেয়  
কিন্তু কেন ? স্বাধীনতা তো পেয়েছি -


মানব বৈষম্য, কুসংস্কার অন্ধকার থেকে
বাচঁতে হবে।


ঘুনে ধরা সমাজকে ভেঙ্গে
এক নতুন সমাজ গড়তে হবে
এভাবে আর নয় বাচাঁ ।।