বহিয়েছে হৃদয় ,
নদীর জলের ন্যায়

জীবন জীবনের,
নদী ও হচ্ছে বহমান ।

অপূর্ণ প্রাপ্তিতে শূন্য,
আবার পূর্ণ এ জীবন -

অহর্নিশি ব্যর্থ চেষ্টায়
কতনা ব্রত করছে আমায় ।

পূর্ণতার আস্বাদ
কভূ আজ পাওয়া হয়নি ।

কোথায় পাই সে স্বাদ
আমি না জানি -

জীবন ,
এখন আর চায় না  পূর্ণতা -

অপূর্ণতাই  হউক না জীবন
আমার  জীবনের পূর্ণতা।