ঋতুর বৈচিত্রতায় অপরূপ সাজ ----
প্রকৃতি  সেজেছে আজ নতুনের ছোঁয়ায়


বৃষ্টিতে ভিজে আছে পাতারা
নিয়েছে গাঢ় সবুজের সাজ ।


মনের মাঝে কত না সুর বাজে
আকাশ জোড়া মেঘের শত শত  নৃত্য
ইচ্ছা জাগে মনের ভিতর
বৃষ্টিতে ভিজে হয়ে যায় সিক্ত ।


শ্রাবণের রাতে ঝর ঝর হাওয়ায়
বৃষ্টির একি ছন্দ ---
টিনের চালে ঝুম ঝুম শব্দ
লাগে না তেমন মন্দ ।


বৃষ্টির ধারা ঝরে যায় ঝর ঝর ----
পাতাগুলো কাপে কেমন থরথর
সারাদিন ঝরছে অবিরাম বৃষ্টি
গান শুনি আনমনা মনে বাইরে চোখের দৃষ্টি ।