আমি জানতাম তুমি আসবে ওই ভোরের আলো ছড়িয়ে ।
আমি জানতাম তুমি আসবে সেই পথের ধুলো মাড়িয়ে ।
আমি জানতাম তুমি লুকানো কান্না দিয়েছ নির্বাসন ;
জানি ধানসিঁড়ি বেয়ে আসবেই হলে যুদ্ধের অবসান ।


তুমি বলেছিলে তাই বাংলার নীড়ে বুনোহাঁস ফিরেছে ।
তুমি বলেছিলে তাই দোয়েল সোনা রোদ্দুর মেখেছে ।
তুমি বলেছিলে তাই বৃষ্টিস্নানে দিগন্ত দিশেহারা ;
সবুজ ফসল সোনালী হয়েছে বাতাস যে মাতোয়ারা ।


জীবনটাকে বাজি রেখে মৃত্যু করেছ সাথের সাথী
আঁধারের পথে হাত পুড়িয়ে জ্বেলে রেখে গেছ বাতি।
উপবাসে কত রাত জেগে জেগে স্বপ্ন করেছ সফল
তোমার কথাই কবির কবিতা সূর্য হয়েছে উজল।


তুমি যুদ্ধবেশে সেজেছিলে তাই এসেছে মুক্তি দুয়ারে;
ভেঙেছ শিকল শত্রুরা তাই পালিয়ে গিয়েছে খোয়ারে।
ঋদ্ধ আলোকে প্রানের শপথে কত কথা নিয়ে বুকে
মানবের রঙে মিছিল সেজেছে আগামীর গান মুখে ।