ওগো নদী কেন যাও ধেয়ে দুরের সাগর পানে
তোমার সখা তোমার জন্য সত্যি প্রহর গোনে ।
ওগো মেঘ কি চঞ্চলতায় কোথায় ভেসে যাও ?
রঙিন পালক শরীরে কার জন্যে বৃষ্টি মেখে নাও?


ওগো বাতাস কি কারণে অদৃশ্যে অনুভবে বও ?
দৃশ্যমানে প্রতিক্ষণে সদা অন্তরের অন্তস্থলে রও ।
ওগো ফুল বিকশিত হয়ে পৃথিবীতে কি আনন্দ পাও ?
চিরদিন কালে কালে কার হৃদয় প্রসন্ন করতে চাও ?


ওগো বৃষ্টি কি কারণে মেঘগর্জনে মাটি ভিজিয়ে দাও?
নতুন ধানের গান, নতুন দিনের সুর শোনাতে চাও ?
আমরা আছি তোমাদের তরে, তোমরা আমদের বাঁচাও;
এ পৃথিবী সুন্দর বিকোতে দিওনা বাঁচো এবং বাঁচাও ;


সব দেখে শুনে বড় শঙ্কা জাগে, আসছে যে দুঃসময় !
যেভাবে চলছে বেহিসাবী জীবন, মৃত্যু তরান্বিত হয় !
আমরা আছি তোমাদের তরে, তোমরা আমদের বাঁচাও ।
লোভীর হাতে সুন্দরতা মানায়না,তাই রশিতে টান দাও ।