বৃষ্টি আসুক আষাঢ় শ্রাবণে
বৃষ্টি আসুক তোমার আমার মনে।
বৃষ্টির গান জাগুক মনে প্রাণে
বৃষ্টিইতো জীবনে সবুজ আনে।

এসো বৃষ্টি জমি শুখায়
এসো বৃষ্টি সজনে পাতায়।
ঝরো বৃষ্টি ব্যাঙের ছাতায়
ভেজাও বৃষ্টি বিরহী হৃদয়।

বৃষ্টি এখন পাহাড় চুড়ায়
বৃষ্টি মেঘে কাজল পড়ায়।
বৃষ্টি বাতাস শীতল করায়
বৃষ্টি স্বস্তি জীবন জুড়ায় ।

রাজপথ জুড়ে বৃষ্টি ঝরে
শহীদ মিনার বৃষ্টি মাখে।
বৃষ্টি ফোঁটা ট্রামের তারে  
পরীর ঠোঁটে বৃষ্টি আঁকে।

বৃষ্টি বৃষ্টি বৃষ্টি লাগছে ভীষণ মিষ্টি
বৃষ্টি বৃষ্টি বৃষ্টি লাঙল ফলায় সৃষ্টি।
বৃষ্টি বৃষ্টি বৃষ্টি ঝাপসা হোক দৃষ্টি
বৃষ্টি বৃষ্টি বৃষ্টি নতুন কাব্যের সৃষ্টি।